অলির কথা শুনে লিরিক্স- Oliro Kotha Shune Bokul Hase Lyrics

অলির কথা শুনে লিরিক্স:

গানের নাম- অলির কথা শুনে

গায়ক/গায়িকা- হেমন্ত মুখোপাধ্যায়

মিউজিক- হেমন্ত মুখোপাধ্যায়

লেখক/রচয়িতা- গৌরীপ্রসন্ন মজুমদার

অলির কথা শুনে লিরিক্স

অলির ও কথা শুনে বকুল হাসে

কই তাহার মত 

তুমি আমার কথা শুনে হাসো না তো।

ধরার ও ধুলিতে যে ফাগুন আসে

কই তাহার মত 

তুমি আমার কাছে কভু আসো না তো।।

আকাশ পারে ওই আনেক দূরে

যেমন করে মেঘ যায় গো উড়ে,

আকাশ পারে ওই আনেক দূরে

যেমন করে মেঘ যায় গো উড়ে,

যেমন করে সে হাওয়ায় ভাসে

কই তাহার মত 

তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো।

অলিরও কথা শুনে বকুল হাসে

কই তাহার মতো 

তুমি আমার কথা শুনে হাসো না তো।।

চাঁদের আলোয় রাত যায় যে ভরে

তাহার মত তুমি করো না কেন 

ও গো ধন্য মোরে,

চাঁদের আলোয় রাত যায় যে ভরে

তাহার মত তুমি করো না কেন 

ও গো ধন্য মোরে। 

যেমন করে নীড়ে একটি পাখি

সাথীরে কাছে তার নেয় গো ডাকি,

যেমন করে নীড়ে একটি পাখি

সাথীরে কাছে তার নেয় গো ডাকি,

যেমন করে সে ভালবাসে

কই তাহার মত 

তুমি আমায় তবুও ভালবাসো না তো। 

অলির কথা শুনে বকুল হাসে

কই তাহার মত 

তুমি আমার কথা শুনে হাসো না তো।

ধরার ও ধুলিতে যে ফাগুন আসে

কই তাহার মতো 

তুমি আমার কাছে কভু আসো না তো।।

AnswerChamp সাইটটি ফলো করবেন বাংলায় সব গানের লিরিক্স এবং অন্যান্য সব তথ্য বাংলায় পাওয়ার জন্য। ধন্যবাদ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Best Places to Visit in Fresno 10 Best Birthday Wishes Messages for Best Friend 7 Best Places to Visit in San Jose 7 Best Places to Visit in Sacramento 7 Best Places to Visit in San Diego 7 Best Restaurants in Los Angeles 7 Best Places to Visit in Los Angeles 7 Best Places to Visit in Alabama How to Pay SBI Credit Card Bill 7 Best Restaurants in California