কুইজ খেলে অনলাইনে টাকা আয়, 10000 টাকার ও বেশি মাসে আয়- কুইজ গেম খেলো টাকা আয় করো

কুইজ খেলে অনলাইনে টাকা আয়: অনেকেরই মনের মধ্যে একটি সুপ্ত বাসনা থাকে যে, যে মোবাইল ফোনটি ব্যবহার করা হচ্ছে যদি সেই মোবাইল ফোন থেকে কোন রকম ভাবে অনলাইনে টাকা আয় করা যেত। আমরা কিন্তু দিনের বেশিরভাগ সময়টা এই মোবাইলের পিছনে দিয়ে থাকি। কিন্তু মোবাইলটা নিয়ে কি করি? ফেসবুক করি, ইনস্টাগ্রাম করি, ইউটিউবে ভিডিও দেখি, এই সব কাজই করি।

তবে কেমন হয় যদি এইসব কাজ করার সাথে সাথে আপনার মোবাইল থেকে খুব সহজেই অনলাইনে টাকা আয় করা যায়? আর তাও আবার কুইজ খেলে। টাইটেলে আমি যেমনটি দিয়েছি যে ক্যুইজ খেলে অনলাইনে টাকা আয় করার কথা, এই আর্টিকেল আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি ক্যুইজ গেম খেলে অনলাইনে টাকা আয় করতে পারবেন।

এর জন্য আপনাকে খুব একটা বেশি সময় দিতেও হবে না। সারাদিনে আপনি যে পরিমাণ মোবাইল ব্যবহার করেন গেম খেলার জন্য, ফেসবুক এবং ইউটিউব এর ভিডিও দেখার জন্য তার ফাঁকে কিছুটা সময় দিলেই হবে। এবার আপনি যত বেশি সময় দেবেন ততবেশি অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি শুধুমাত্র কুইজ খেলে টাকা আয় করতে পারবেন। আর এটা তাদের জন্যেও অনেকটা সাহায্য করবে যারা কুইজ গেম খেলতে পছন্দ করেন। এছাড়াও এই সাইটে আপনি লুডু গেম খেলে টাকা ইনকাম, ক্যারম গেম খেলে টাকা ইনকাম, এরকম আরো অনেক অনলাইন ইনকাম এর পদ্ধতি পাবেন।

কিভাবে কুইজ খেলে অনলাইনে টাকা আয় করবেন

এখন আপনি আপনার মোবাইল থেকে কিছু সময় দিয়ে বিভিন্ন রকম ভাবে টাকা ইনকাম করতে পারেন। আর সমস্ত কিছুই হবে সম্পূর্ণ ফ্রীতে। আজকাল আপনি আপনার মোবাইল থেকে গেম খেলে ও টাকা আয় করতে পারেন।

তার মধ্যেই একটা আমি এই আর্টিকেল এ আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে আপনি কুইজ খেলে টাকা আয় করবেন।

প্লে স্টোরে আপনি এমন অনেক অ্যাপ পেয়ে যাবেন যা থেকে খুব সহজেই শুধুমাত্র কুইজ খেলে টাকা জেতা যায়। এইরকমই একটি অ্যাপ এর কথা আমি এই আর্টিকলে আপনাদেরকে বলবো, যা থেকে আপনার মোবাইল থেকে আপনি গেমটি খেলে টাকা ইনকাম করবেন।

এই সবকিছুর জন্য দরকার হবে একটি অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন এবং ইন্টারনেট। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন সেই অ্যাপ যার মাধ্যমে আপনি কুইজ খেলে টাকা ইনকাম করতে পারবেন।

এখানে যে অ্যাপটির কথা আমি বলবো তার নাম হলো OneTo11 অ্যাপ। এই অ্যাপটি তে কিভাবে রেজিষ্টার করবেন, কিভাবে কুইজ খেলবেন, টাকা জেতার পর কিভাবে সেটি উইথড্র করবেন সবকিছুই বলবো। আর্টিকেলটা অবশ্যই পুরোটা পড়ুন।

OneTo11 অ্যাপ থেকে কিভাবে কুইজ খেলে টাকা ইনকাম করবেন

OneTo11 অ্যাপ থেকে কুইজ খেলে অনলাইন টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনাকে অ্যাপটিকে ইন্সটল করতে হবে। তারপর সেই অ্যাপে আপনাকে রেজিস্টার করতে হবে। তারপর গেম খেলে টাকা ইনকাম করতে হবে। তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক কিভাবে আপনি OneTo11 অ্যাপে রেজিস্টার করবেন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি OneTo11 অ্যাপটিকে ফোনে ডাউনলোড করে নিন।

OneTo11 অ্যাপ লিংক

কিভাবে OneTo11 অ্যাপ এ রেজিস্টার করবেন

OneTo11 অ্যাপটিকে আপনার ফোনে ইন্সটল করার পর সেটিকে ওপেন করুন। ওপেন করলে সবার প্রথমে আপনি রেজিস্টার করার অপশনটি দেখতে পেয়ে যাবেন। একটু নিচের দিকে একদম মধ্যিখানে আপনি বড় একটি রেজিস্টার বাটন দেখতে পাবেন ওখানে ক্লিক করবেন।

অনলাইনে কুইজ খেলে টাকা আয়

পরবর্তী পেজে রেজিস্টার করার জন্য আপনার মোবাইল নম্বরটি এন্টার করতে হবে। মোবাইল নম্বর দেওয়ার পর নিচে থাকা “Proceed Securely” অপশনটিতে ক্লিক করুন।

কুইজ খেলে টাকা

এবার পরবর্তী পেজে আপনি একদম উপরে আপনার মোবাইল নম্বরটি দেখতে পাবেন, তারপরের ঘরটিতে আপনার পুরো নাম দিতে হবে, এবং তার পরের ঘরটিতে একটি রেফার কোড দিতে হবে। আপনি রেফার কোড এর জায়গায় “SAACADF9” কোডটি ব্যবহার করতে পারেন। সবকিছু দেওয়া হয়ে গেলে নিচে থাকা “Next” বাটনটিতে ক্লিক করুন।

অনলাইনে কুইজ খেলে টাকা ইনকাম

ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি আসবে যেটি পরবর্তী পেজে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং আপনি অ্যাপটির হোমপেজে পৌঁছে যাবেন।

কুইজ খেলে টাকা জেতা

কিভাবে OneTo11 অ্যাপ এ কুইজ খেলে টাকা ইনকাম করবেন

OneTo11 অ্যাপ এ কুইজ খেলে টাকা ইনকাম করার জন্য অ্যাপটি ওপেন করলে হোমপেজে আপনি একদম নিচে মাঝখানে “Games” একটি অপশন দেখতে পাবেন ওটি তে ক্লিক করুন।

কুইজ খেলে টাকা ইনকাম

এরপর আপনার সামনে অনেক গুলি গেম এর অপশন আসবে। এখানে যে গেমগুলি আপনি দেখতে পাবেন তার সবগুলোই খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। সেখান থেকে আপনি “Quiz” গেমটি সিলেক্ট করুন।

কুইজ খেলে টাকা আয়

সিলেক্ট করার পর, আপনার সামনে ক্যাটেগরি আসবে যে কোন ক্যাটাগরির উপরে আপনি ক্যুইজ গেম খেলতে চান। সেই ক্যাটাগরিটি সিলেক্ট করুন।

কুইজ খেলে অনলাইনে টাকা আয় 3

পরবর্তী পেজে আপনি অপশন পাবেন আপনি কত প্রাইজ এর জন্য খেলতে চান। আপনি ফ্রিতে ও খেলতে পারেন তবে সেক্ষেত্রে আপনি পুরস্কার কিছুই পাবেন না। অর্থাৎ কোন টাকা ইনকাম করতে পারবেন না। আপনি যদি টাকা দিয়ে খেলেন তাহলে আপনি এখান থেকে আয় করতে পারবেন।

কুইজ খেলে টাকা আয় 1

কোন কোন সময় ফ্রি কনটেস্টে ও টাকা আয় করার অপশন থাকে। তবে এখানে প্রথমেই আপনাকে কোন টাকা অ্যাড করতে হবে না। আপনি অ্যাপটিতে জয়েন করার সাথে সাথেই একটি ওয়েলকাম বোনাস পাবেন। সেই টাকা দিয়েই আপনি প্রথমে খেলে সেখানে টাকা জিততে পারেন।

কিভাবে OneTo11 অ্যাপ এ টাকা উইথড্র করবেন

OneTo11 অ্যাপ এ আপনি সর্বনিম্ন 5 টাকা উইথড্র করতে পারেন। এই অ্যাপ থেকে টাকা উইথড্র করার জন্য কিছু ভেরিফিকেশন আপনাকে করতে হবে। অ্যাপটির হোমপেজে একদম উপরের ডান দিকে আপনি ওয়ালেট এর অপশন দেখতে পাবেন। ওখানে ক্লিক করুন।

কুইজ খেলে অনলাইনে টাকা আয় 2

এরপর আপনি পরবর্তীতে যে আপনার সমস্ত আয় দেখতে পাবেন। এখানে বলে রাখি আপনি যে ওয়েলকাম বোনাস পাবেন সেটিকে উইথড্র করতে পারবেন না। ওই টাকাটি শুধুমাত্র গেম খেলার জন্য আপনি ব্যবহার করতে পারবেন। এই ওয়ালেট পেজে একদম নিচে আপনি “Withdraw” অপশনটি দেখতে পাবেন। ওই অপশনটিতে ক্লিক করুন।

অনলাইনে কুইজ খেলে টাকা আয় 1

অপশনটিতে ক্লিক করার পর আপনাকে ইমেইল আইডি ভেরিফাই করার জন্য বলা হবে। বক্সটিতে আপনি আপনার ইমেইল আইডি দিয়ে নিচে থাকা “Submit” বাটনে ক্লিক করুন।

কুইজ খেলে অনলাইনে টাকা আয় 1

এবার আপনার সামনে আপনি কত টাকা উইথড্র করতে চান সেই টাকাটি দেওয়ার জায়গা চলে আসবে। বক্স টির মধ্যে আপনি কত টাকা উইথড্র করতে চান সেটি কে দিয়ে “PROCEED TO WITHDRAW” অপশনটিতে ক্লিক করুন।

কুইজ খেলে অনলাইনে টাকা আয় 2

এর পরবর্তী পেজে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চান সেই অপশনটি সিলেক্ট করে নিচে থাকা “PROCEED TO WITHDRAW” অপশনে ক্লিক করুন।

কুইজ গেম খেলো টাকা আয় করো 1

এরপর আপনার সামনে টাকা উইথড্র করার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন এর অপশন আসবে। “Verify Your Documents” অপশনটিতে ক্লিক করে দিন।

কুইজ গেম খেলো টাকা আয় করো

ডকুমেন্ট হিসেবে আপনাকে প্যান কার্ড এবং ব্যাঙ্ক ডিটেলস দিয়ে ভেরিফিকেশন করতে হবে। পরবর্তী পেজে আপনি সেই অপশন দুটি দেখতে পাবেন। প্রথমে প্যান কার্ড অপশনটি সিলেক্ট করে আপনি প্যান কার্ডটিকে ভেরিফিকেশন করিয়ে নিন। এরপর ব্যাংক অপশনটি সিলেক্ট করে ব্যাংকের ভেরিফিকেশনটা করিয়ে নেবেন।

কিভাবে কুইজ খেলে অনলাইনে টাকা আয় করবেন

দুটি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে পুনরায় পুরনো পদ্ধতিতে টাকা উইথড্র করলে সরাসরি টাকা টি আপনার ব্যাংক একাউন্টে চলে আসবে। আপনি PayTm এর মাধ্যমেও টাকা উইথড্র করতে পারেন।

জরুরী তথ্য

আপনি যদি একজন স্টুডেন্ট হন অথবা আপনি কোনো জব করছেন এবং তার সাথে সাথে ছোটখাটো একটু হাতখরচ এর জন্য টাকার প্রয়োজন তাহলে এই অ্যাপটি অবশ্যই আপনাকে সাহায্য করবে।

একটা কথা অবশ্যই মাথায় রাখবেন এই ধরনের অনলাইন ইনকাম এর উপর আপনি অনেক আর্টিকেল গুগল এ পাবেন। ইউটিউবে ভিডিও ও অনেক পাবেন তবে অবশ্যই আগে একবার যাচাই করে তবেই স্টেপ নেবেন।

এখন ফেক অ্যাপ অনেক পরিমাণে চেয়ে গিয়েছে। এছাড়াও ফ্রড হওয়ার ও অনেক চান্স থাকে। তাই কোনো ডকুমেন্টস দেওয়ার আগে যাচাই করে তবেই দেবেন।

এই আর্টিকেলটা শুধুমাত্র অনলাইন ইনকাম এর উপরে একটা আইডিয়া দেওয়ার জন্য। যদি আপনার সাথে কোনরকম ফ্রড হয় তার জন্য এই সাইট বা সাইটের মালিক কোনোভাবে দায়ী থাকবেন।

তবে আপনার অনলাইন টাকা ইনকাম এর ছোট্ট একটু সুযোগ করে দেবে এই আর্টিকেলটা অবশ্যই আর্টিকেলটা পুরোটা পারবেন। যদি আর্টিকেলটা পড়ে আপনার কোনো সাহায্য হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।

এইধরনের আর্টিকেল বা অন্য কোনো অনলাইন ইনকাম এর ব্যাপারে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আর্টিকেল দিয়ে দেবো। আর্টিকেলটা অবশ্যই আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন।

AnswerChamp সাইটটি প্রতিদিন ফলো করবেন এই ধরনের সুন্দর সুন্দর তথ্য বাংলায় পাওয়ার জন্য। ধন্যবাদ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Best Places to Visit in Fresno 10 Best Birthday Wishes Messages for Best Friend 7 Best Places to Visit in San Jose 7 Best Places to Visit in Sacramento 7 Best Places to Visit in San Diego 7 Best Restaurants in Los Angeles 7 Best Places to Visit in Los Angeles 7 Best Places to Visit in Alabama How to Pay SBI Credit Card Bill 7 Best Restaurants in California