টেলিগ্রাম থেকে ইনকাম: এখন আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সহজেই অনলাইন ইনকাম করতে পারেন। তবে তার জন্য দরকার হবে অভিজ্ঞতা নাহলে সঠিক গাইড। অনলাইন ইনকাম করার চক্করে আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে যাই। ইউটিউবে আপনি এরকম অনেক ভিডিও দেখে থাকবেন অনলাইনে টাকা কামানোর।
বেশিভাগই শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য ফেক ইনফরমেশন এর ভিডিও আপনি দেখতে পাবেন। আবার এর মধ্যে থেকে সত্যিই ইনকাম করা যায় এমন ইনফরমেশন ও আপনি পেতে পারেন। আসল কথা হলো এখন ডিজিটাল যুগে আপনি অনলাইন টাকা আয় করতে পারেন এবং অনেকে করছেও। এর জন্য বিভিন্ন পদ্ধতি আছে।
আজকে এই আর্টিকেল এ আমি আপনাদের সাথে 3 টি এমন পদ্ধতি শেয়ার করবো যার মাধ্যমে আপনি টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন। হ্যাঁ আপনি এই পদ্ধতির সাহায্যে খুব সহজেই টেলিগ্রাম থেকে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।
তাহলে চলুন জেনে নেওয়া যাক টেলিগ্রাম থেকে কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়।
সূচীপত্র
টেলিগ্রাম থেকে কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়?
গুগল সার্চ ইঞ্জিন তো আমরা সবাই জানি কিন্তু এটা কি জানেন যে টেলিগ্রাম ও একটা দারুন সার্চ ইঞ্জিন? হ্যাঁ দারুন একটা সার্চ ইঞ্জিন এর মতোই কাজ করে। এখন গুগল এর মতো আপনি টেলিগ্রাম অ্যাপ এ তেও সার্চ করে আপনার পছন্দের জিনিস খুঁজে পেতে পারেন।
পারেন আপনার পছন্দের ফাইল খুব সহজেই খুজে ডাউনলোড করতে। আর এই কারণেই এখন টেলিগ্রাম এতটা জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি যদি টেলিগ্রাম ব্যবহার করছেন তো অবশ্যই আর্টিকেলটা পুরোটা পড়ুন। এই আর্টিকেল এ আমি তিনটি পদ্ধতি শেয়ার করব যার মাধ্যমে আপনি টেলিগ্রাম থেকে অনলাইন টাকা ইনকাম করতে পারবেন।
তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন সেই তিনটি পদ্ধতি যার সাহায্যে আপনি টেলিগ্রাম থেকে ইনকাম করবেন।
টেলিগ্রাম গ্রুপ বিক্রি (টেলিগ্রাম থেকে ইনকাম)
হোয়াটসঅ্যাপের মতো টেলিগ্রামে ও আমি কন্ট্যাক্ট যোগ করে গ্রুপ বানাতে পারেন। অনেকেই হয়তো জানেন না যে হোয়াটসঅ্যাপে আপনি ২৩২ জনের বেশি মেম্বার অ্যাড করতে পারবেননা। সেই জায়গায় আপনি একটি টেলিগ্রাম গ্রুপে ১ মিলিয়নেরও বেশি মেম্বার রাখতে পারেন।
তো এখানে আপনাকে যেটা করতে হবে তা হলো, আপনাকে টেলিগ্রাম গ্রুপ বানাতে হবে। তারপর সেখানে অনেক মেম্বার অ্যাড করতে হবে। অর্থাৎ আপনাকে মেম্বার সংখ্যা বাড়াতে হবে। কতো বেশি আপনার টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে মেম্বার থাকবে, তত বেশি দামে আপনি সেটিকে বিক্রি করতে পারবেন।
এমন অনেকেই আছেন, যেমন কোনো ইউটিউবার, ব্লগার তারা তাদের সাইট বা চ্যানেল গ্রোথ এর জন্য এইরকম টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ কেনে। এবার আপনি টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল বিক্রি করার প্রস্তাব দিলে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি সেই গ্রুপের বিনিময়ে একটা ভালো পরিমাণ টাকা নিতে পারবেন।
লিংক সর্টনার (টেলিগ্রাম থেকে ইনকাম)
এমন অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি কোন বড় লিংক শর্ট করে বা ছোট করে তা থেকে টাকা আয় করতে পারেন। সেই ওয়েবসাইট থেকে যখনই আপনি কোন লিংক শর্ট করবেন এবং তারপর সেটিকে শেয়ার করবেন এবং যতজন সেই লিঙ্কে ক্লিক করবে আপনি কত বেশি টাকা আয় করতে পারবেন।
এবারে আপনি টেলিগ্রাম থেকে কিভাবে এই লিংক সর্টনার এর মাধ্যমে আয় করবেন? আপনাকে এমন একটি টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ বানাতে হবে যেখানে আপনি কোন কিছু ডাউনলোড করার লিংক দেবেন। সেটি কোনো মুভি বা সিনেমা হতে পারেন আবার কোন অ্যাপ বা অন্য কোন ফাইল এর লিংক ও হতে পারে। মোটকথা এমন কোন চ্যানেল বা গ্রুপ হতে হবে যেখানে আপনি কোন লিংক শেয়ার করেন।
অবশ্যই গ্রুপটি তে একটু বেশি মেম্বার থাকতে হবে। এবার আপনি যে লিংকটি শেয়ার করছেন সেই লিংকটিকে এই সর্টনার দ্বারা ছোট করে নিন এবং সেটিকে টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে শেয়ার করুন। এবারে যতজন আপনার ওই লিংকটিতে ক্লিক করবে আপনি তত বেশি টাকা আয় করতে পারবেন। এইরকম জনপ্রিয় একটি লিংক সর্টনার সাইট হলো ZA.GL সাইট।
পেইড প্রমোশন (টেলিগ্রাম থেকে ইনকাম)
টেলিগ্রাম থেকে টেলিগ্রাম থেকে ইনকাম করার জন্য পেইড প্রমোশন একটি দারুন উপায়। এর জন্য অবশ্যই আপনার একটি বেশি মেম্বার ওয়ালা টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ থাকতে হবে।
এমন অনেক ইউটিউবার, ব্লগার আছেন যারা তাদের কন্টেন্ট এর প্রমোশন এর জন্য এইরকম টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ সার্চ করেন। এবং এই প্রমোশন এর বদলে আপনাকে তারা টাকা দেবে।
শুধু ইউটিউবার এবং ব্লগার না যদি আপনার টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ ঠিকঠাক থাকে তাহলে আপনি অনেক প্রোডাক্ট এর প্রমোশন এর ও অফার পেতে পারেন।
এবারে এইধরনের গ্রুপ যদি আপনার থাকে তাহলে আপনি ছোট ছোট ইউটিউবার এবং অন্যান্য ছোট টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ কে প্রপোজাল দিতে পারেন।
আপনি চাইলে কোনো প্রোডাক্ট এর অ্যাফিলিয়েট ও করতে পারেন। যেখানে কেউ যদি আপনার শেয়ার করা প্রোডাক্ট কেনে তাহলে আপনি একটি কমিশন পাবেন সেখান থেকে। যত বেশি প্রোডাক্ট বিক্রি হবে তত বেশি টাকা।
আশা করছি এখানে টেলিগ্রাম থেকে অনলাইনে টাকা আয় করার যে তিনটি পদ্ধতি আমি শেয়ার করলাম সেগুলি আপনাকে অনলাইন ইনকামে অনেকটা সাহায্য করবে। আপনার কাছে অন্য কোনো পদ্ধতি থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।
AnswerChamp সাইটটি প্রতিদিন ফলো করবেন এই ধরনের সুন্দর সুন্দর তথ্য বাংলায় পাওয়ার জন্য। ধন্যবাদ।।