দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম অনলাইনে কিভাবে বের করতে হয়? অনলাইনে জমির মালিকানা যাচাই

দাগ নম্বর দিয়ে জমির তথ্য: এখনকার দিনে কোন সরকারি সুযোগ-সুবিধা বা অন্যান্য কোন কাজের জন্য আপনার জমির তথ্য এর প্রয়োজন হয়। গ্রামের দিকে জায়গা জমির তথ্য এর সাথে অনেক সরকারি সুযোগ সুবিধা যুক্ত থাকে। জমির সকল কাগজপত্র যদি সঠিকভাবে না থাকে তাহলে হতে পারে আপনি সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে গেলেন। এখন ডিজিটাল এর যুগ, তাই সবকিছুই আপনি ডিজিটাল ভাবে অর্থাৎ অনলাইনে পেয়ে যাবেন।

তা সে আপনার জমির তথ্যই হোক বা অন্য কোনো তথ্য, সবকিছু এখন অনলাইনে। আর এখন তো পড়াশোনাও অনলাইনে হয়ে গেছে। যদি আপনার জমি সংক্রান্ত কোন অনলাইন কাজ থাকে তাহলে আপনি সাধারণত কি করেন? এখন অনেকেই ইন্টারনেট খুব ভালোভাবেই ব্যবহার করেন। তাই এই সব কাজ অনলাইনে করার পদ্ধতি ও অনেকেই জানেন।

আবার অনেকে এমন রয়েছেন যারা সাধারণত এইসব জমি সংক্রান্ত বা অন্যান্য কোন অনলাইন কাজের জন্য কাছাকাছি সাইবার ক্যাফে গিয়ে কাজ করে থাকেন। যদি দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম অনলাইনে বের করতে চান তো বেশিরভাগই সাধারণত সাইবার ক্যাফে যোগাযোগ করে থাকেন। আর যারা একটু ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করেন তারা সহজেই নিজের ফোন থেকে সেই তথ্য বের করে নিতে পারেন।

তাই যারা জানেন না কিভাবে অনলাইনে দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করতে হয় তাদের আজকের এই আর্টিকেলটা অনেকটা সাহায্য করবে। আপনি আর্টিকেলটা পুরোটা পড়লে এবং সমস্ত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনি খুব সহজেই নিজের ফোন থেকে অনলাইনে দাগ নম্বর দিয়ে জমির মালিকের নাম কিভাবে বের করতে পারবেন। অবশ্যই আর্টিকেলটা পুরোটা পড়বেন এবং সমস্ত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করবেন।

দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করার পদ্ধতি / দাগ নম্বর দিয়ে জমির তথ্য

আপনি যদি ভারতের পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হয়ে থাকেন তাহলে দাগ নম্বর দিয়ে জমির মালিকের নাম বের করার পদ্ধতিটি আপনার জেনে রাখা অত্যন্ত জরুরী। কেননা সঠিক সময় সঠিক ডকুমেন্টস না পেলে সকলেরই মাথা খারাপ হয়ে যায়। তাই যাতে কোন রকম সুযোগ-সুবিধা থেকে আপনি বঞ্চিত না হন তার জন্য অনলাইনে আপনার মোবাইল দিয়ে দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করার পদ্ধতিটি জেনে রাখুন।

প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি রাজ্য সরকারের বাংলার ভূমি ওয়েবসাইটে ভিজিট করুন।

বাংলার ভূমি ওয়েবসাইট লিংক

যদি আপনি মোবাইল থেকে ভিজিট করছেন ওয়েবসাইটটি তো অবশ্যই পেজটিকে ডেস্কটপ মোড এ করে নিন তাহলে একটু সুবিধা হবে।

সাইটটি ওপেন করার পর হোমপেজে একদম উপরের দিকে আপনি কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে দ্বিতীয় যে অপশনটি রয়েছে অর্থাৎ “Know Your Property” অপশনটিতে ক্লিক করুন।

দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম

পরবর্তী পেজে আপনার সামনে ছোট একটি ফরম চলে আসবে যেটিকে আপনাকে ভরতে হবে।

  • District– এ আপনাকে আপনার জেলার নাম সিলেক্ট করতে হবে।
  • Block– এ আপনাকে আপনার ব্লক অফিস এর নাম টি সিলেক্ট করতে হবে।
  • Mouza– তে আপনার যে মৌজা টি রয়েছে সেটিকে সিলেক্ট করতে হবে।

এবারে আপনি দুটি অপশন দেখতে পাবেন যদি আপনি খতিয়ান নম্বর দিয়ে সমস্ত জমির তথ্য দেখতে চান তাহলে “Search by Khatian” অপশনটি সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি প্লট নাম্বার দিয়ে সার্চ করতে চান তাহলে দ্বিতীয় অপশন “Search by Plot” অপশনটিকে সিলেক্ট করে নিন।

যেহেতু আমি এই আর্টিকেলটিতে দাগ নম্বর দিয়ে সার্চ করার ব্যাপার বলবো তাই আমি “Search by Plot” অপশনটিকে সিলেক্ট করে নেব।

এরপর নিচের যে অপশন গুলো রয়েছে সে গুলোকে পূরণ করতে হবে।

  • Plot No– এর ঘরে আপনি যেই জমির তথ্য জানতে চান তার দাগ নম্বরটি দেবেন।
  • Enter Captcha– এর ঘরে পাশে একটি ছবি দেখতে পাবেন সেই ছবিটি দেখে লিখতে হবে।

সমস্ত সঠিক তথ্য দিয়ে ঘর গুলোকে পূরণ করার পর নিচে থাকা “View” অপশনে ক্লিক করুন।

অনলাইনে জমির মালিকানা যাচাই

ভিউ অপশনে ক্লিক করলেই যদি আপনি সমস্ত তথ্য সঠিক দিয়ে থাকেন তাহলে নীচের ঘরে জমির সমস্ত তথ্য চলে আসবে। সেখান থেকে আপনি আপনার যে তথ্যটি দরকার বা প্রয়োজন সেই তথ্যটি দেখে নিতে পারেন। আপনি যদি দাগের ম্যাপ দেখতে চান তাহলে দাগের ম্যাপ ক্যাপশন এর নিচে যে “Click Here” অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। ডানদিকের ঘরটিতে আপনি আপনার দাগের ম্যাপটি দেখতে পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার জমির মৌজাম্যাপ থেকে দাগ আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন।

এই ভাবেই আপনি শুধুমাত্র দাগ নম্বর দিয়ে পশ্চিমবঙ্গের যে কোন জায়গার মালিকের নাম এবং সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। এমনকি আপনি শুধুমাত্র দাগ নম্বর দিয়ে জমির খতিয়ান নম্বর বের করে নিতে পারবেন। এটি অনলাইনে জমির মালিকানা যাচাই করার একটি খুবই সহজ পদ্ধতি।

জরুরী তথ্য

জায়গা জমির তথ্য খুবই গুরুত্বপূর্ন একটি জিনিস। কখন কোন সময় কাজে লেগে যায় তাই উপরের পদ্ধতিগুলি একদম সঠিকভাবে অনুসরণ করে অনলাইনে দাগ নম্বর দিয়ে জমির মালিকের নাম বের করা শিখে রাখুন। আর শুধু মালিকের নামই নয় জমির অন্যান্য তথ্য যেমন খতিয়ান নম্বর, জমিতে কার কাছে বিক্রি হয়েছে তার নাম, প্রথম মালিকের নাম, অনলাইনে জমির মালিকানা যাচাই সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন।

আর এটাকে আপনি এক প্রকার খতিয়ান বের করার নিয়ম ও বলতে পারেন কেননা আপনি এই পদ্ধতির সাহায্যে খতিয়ান নম্বর ও বের করতে পারবেন শুধু দরকার হবে দাগ নম্বরের।

উপরে দেওয়া প্রতিটি স্টেপ যদি আপনি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে আপনি সঠিক তথ্য পেয়ে যাবেন। যদি কোন সমস্যা হয় বা অন্য কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এবং আর্টিকেলটি কে শেয়ার করবেন যাতে আপনার পরিচিতরাও দাগ নম্বর দিয়ে জমির মালিকের নাম বের করতে সক্ষম হন।

এবং এই AnswerChamp সাইটটি প্রতিদিন ভিজিট করবেন এই ধরনের সুন্দর সুন্দর তথ্য বাংলায় পাওয়ার জন্য। ধন্যবাদ।।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Best Places to Visit in Fresno 10 Best Birthday Wishes Messages for Best Friend 7 Best Places to Visit in San Jose 7 Best Places to Visit in Sacramento 7 Best Places to Visit in San Diego 7 Best Restaurants in Los Angeles 7 Best Places to Visit in Los Angeles 7 Best Places to Visit in Alabama How to Pay SBI Credit Card Bill 7 Best Restaurants in California