বৃদ্ধি কাকে বলে: বৃদ্ধি হল জীবের সজীব বস্তুর শুষ্ক ভরের অপরিবর্তনীয় ভাবে বেড়ে যাওয়া।
আজকের এই আর্টিকেল এ আমরা জানব বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধি কত প্রকার ও কি কি?তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক বৃদ্ধি কাকে বলে?
বৃদ্ধি কাকে বলে?
নতুন কোশীয় পদার্থ সংশ্লেষের ফলে জীবদেহের বা জীবকোশের আকার, আয়তন বা ভরের স্থানীয়ভাবে বেড়ে যাওয়াকে, বিশেষ করে শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে।
বৃদ্ধি কত প্রকার ও কি কি?
প্রকৃতি অনুসারে বৃদ্ধি দু প্রকার। যথা-
(১) প্রাথমিক বৃদ্ধি
(২) গৌণ বৃদ্ধি
প্রাথমিক বৃদ্ধি কাকে বলে?
অগ্রস্থ ভাজক কলা যখন কার্যকারিতায় উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রভাগের বৃদ্ধি ঘটে তখন তাকে প্রাথমিক বৃদ্ধি বলে।
গৌণ বৃদ্ধি কাকে বলে?
পার্শ্বয় ভাজক কলার কার্যকারিতায় উদ্ভিদের দেহের যে ব্যাসের বৃদ্ধি ঘটে, তখন সেই বৃদ্ধিকে গৌণ বৃদ্ধি বলে।
আশা করছি উপরের দেওয়া বৃদ্ধি সম্পর্কে সমস্ত তথ্য যথাযথভাবে দিতে পেরেছি, যদি কোন প্রশ্ন থাকে অথবা এই আর্টিকেল সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
AnswerChamp সাইটটি প্রতিদিন ফলো করবেন এই ধরনের সুন্দর সুন্দর তথ্য বাংলায় পাওয়ার জন্য। ধন্যবাদ।।
Good post