রিভিউ লিখে ঘরে বসে টাকা আয়: আজকের এই আর্টিকেলটি তাদের জন্য যারা যারা স্টুডেন্ট বা হাউস ওয়াইফ। যারা ঘরে বসে হাত খরচের জন্য কিছু টাকা ইনকাম করতে চান।
অনেকেই অনলাইন এইরকম একটি কাজ খুঁজছেন যেটি খুব সহজেই এবং মোবাইল থেকে বাড়িতে বসে করা যায়। এবং তা থেকে একটি ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায়।
আজকের এই আর্টিকেল এ আমরা এই রকমই একটি পদ্ধতির ব্যাপারে বা একটি ওয়েবসাইটের ব্যাপারে জানবো, যা থেকে আপনি বাড়িতে বসে আপনার পছন্দমত সময় এই G2 ওয়েবসাইট থেকে বিভিন্ন প্রোডাক্ট এর রিভিউ লিখে ঘরে বসে টাকা আয় করতে পারবেন।
তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক G2 ওয়েবসাইট কি।
G2 ওয়েবসাইট কি?
G2.Com হলো একটি ডিজিটাল ওয়েবসাইট যেখানে লোকেরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট, সফটওয়্যার এর রিভিউ দিতে পারে।
এখন আপনার মনে হতে পারে যে, শুধু শুধু কেন প্রোডাক্ট রিভিউ দিয়ে সময় নষ্ট করব। প্রশ্নটির উত্তর খুবই সোজা, এখানে প্রোডাক্ট এ রিভিউ দেওয়ার জন্য ওয়েবসাইট আপনাকে পে করবে, মানে রিভিউ দেওয়ার জন্য আপনাকে কিছু পরিমাণ টাকা দেবে।
তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি এই G2 ওয়েবসাইট থেকে খুব সহজেই ভালো পরিমান টাকা ইনকাম করতে পারবেন তাও আবার ঘরে বসে। এই কাজটি তাদের জন্য আরো ভালো হবে যারা খুব ভালো প্রোডাক্ট রিভিউ লিখতে পারেন।
তাহলে চলুন এবারে জেনে নেওয়া যাক কিভাবে এই G2 ওয়েবসাইট থেকে অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম করবেন।
কিভাবে G2 ওয়েবসাইট থেকে রিভিউ লিখে ঘরে বসে টাকা আয় করবেন?
আপনি যদি চান তাহলে G2 ওয়েবসাইটে রিভিউ লিখে সেটিকে অ্যাপ্রুভ করার জন্য আরো সোজা প্রসেস ব্যবহার করতে পারেন। নিচে আমি আমার এপ্লাই করা প্রসেসটি শেয়ার করলাম।
➡️ G2.com
উপরের লিংকটিতে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটটি ভিজিট করে আপনি Join or Sign In অপশনে ক্লিক করে একটি ফরম ফিলাপের মাধ্যমে খুব সহজে ওয়েবসাইট একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন। আপনি গুগল একাউন্ট বা জিমেইল একাউন্ট এর দ্বারা এখানে লগইন করতে পারবেন খুব সহজেই।
লগইন করার পর আপনার পরবর্তী কাজ হবে ওয়েবসাইটে প্রোডাক্ট অথবা সফটওয়্যার এর রিভিউ প্রদান করা। এবারে ওয়েবসাইটে আপনি মেনু বারে Write a Review নামে একটি অপশন দেখতে পাবেন। ওখানে ক্লিক করলে আপনার সামনে একটি লিস্ট চলে আসবে। লিস্ট থেকে আপনাকে একটি ক্যাটেগরি সিলেক্ট করতে হবে যেই ক্যাটাগরির সফটওয়্যার বা প্রোডাক্ট এর আপনি রিভিউ দিতে চান।
এবার পরবর্তীতে পেজে সফটওয়্যার বা প্রোডাক্ট এর একটি লিস্ট চলে আসবে সেখান থেকে যেকোনো সফটওয়্যার বা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেটির আপনি রিভিউ অ্যাড করতে চান। মনে করুন আপনি উইন্ডোজ ৭ এর রিভিউ দিতে চাইছেন। আপনি যদি নিজে থেকে একটি সুন্দর রিভিউ লিখতে পারেন তাহলে সেটি খুবই ভালো হবে।
যদি আপনি নিজে থেকে রিভিউ লিখতে পারছেন না তাহলে, google এ গিয়ে সার্চ করুন windows 7 review। এবার ওখান থেকে যেকোনো একটি সুন্দর দেখে রিভিউ কপি করে নিন। এরপর নিচে দেওয়া ওয়েবসাইটে ভিজিট করে রিভিউটিকে রিরাইট করে নিন। এর ফলে হবে কি রিভিউটি সম্পূর্ণরূপে ইউনিক হয়ে যাবে।
তবে রিরাইট করার পরে অবশ্যই রিভিউটিকে একবার পড়ে নেবেন। যদি মনে হয় কোন অংশ ভুল রয়েছে সেটি কি চেঞ্জ করার প্রয়োজন, অবশ্যই সেটিকে চেঞ্জ করে দেবেন।
➡️ Spinbot.com
এই ওয়েবসাইট থেকে রিভিউটিকে রিরাইট করার পর সেটি G2 ওয়েবসাইটে গিয়ে আপলোড করে দিন। আপলোড করার পরেই কিছু সাধারণ ইনফরমেশন আপনাকে দিতে হবে। এরপর আপনার রিভিউটি এপ্রুভ হয়ে গেলে আপনার কাছে একটি মেইল চলে যাবে। এবং আপনি সেটির জন্য পেমেন্ট পেয়ে যাবেন। এইভাবে রিভিউ সাবমিট করে আপনি খুব সহজেই এই G2 ওয়েবসাইট থেকে ঘরে বসে অনলাইনে টাকা আয় করতে পারবেন।
আশা করছি উপরে দেওয়ার তথ্য থেকে আপনি অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম করার একটি সহজ প্রসেস জানতে পেরেছেন। নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন।
AnswerChamp সাইটটি প্রতিদিন ফলো করবেন এই ধরনের সুন্দর সুন্দর তথ্য বাংলায় পাওয়ার জন্য। ধন্যবাদ।।