রেখা কাকে বলে: প্রাথমিক জ্যামিতি যেসব ভিত্তির উপর প্রতিষ্ঠিত তাদের মধ্যে অন্যতম হলো রেখা।
আজকের এই আর্টিকেল এ আমরা জানবো রেখা কাকে বলে? রেখা কত প্রকার ও কি কি?
তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক রেখা কাকে বলে।
রেখা কাকে বলে?
যার অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ বা উচ্চতা নেই তাকে রেখা বলে।
এই অসীম দৈর্ঘ্য বলতে বোঝায়, রেখার দৈর্ঘ্য উভয় দিকে অসীম পর্যন্ত ক্রমবর্ধমান। তাই রেখার কোন নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, এটি সোজা দৈর্ঘ্য বরাবর উভয় দিকে অসীম পর্যন্ত চলমান। রেখার কোন প্রান্ত বিন্দু নেই বলে রেখাকে ইচ্ছামতো উভয় দিক বরাবর বাড়ানো যায়।
যেহেতু রেখার কেবল দৈর্ঘ্য আছে এবং এর কোনো প্রস্থ বা বেদ নেই তাই রেখা একমাত্রিক জ্যামিতির অন্তর্ভুক্ত।
রেখা কত প্রকার ও কি কি?
রেখা প্রধানত দুই প্রকার যথা –
(১) সরলরেখা।
(২) বক্ররেখা।
(১) সরলরেখা কাকে বলে?
একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি কোন প্রকার দিকের পরিবর্তন না হয়, তবে তাকে সরলরেখা বলে।
(২) বক্ররেখা কাকে বলে?
একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি দিক পরিবর্তন হয়, তবে তাকে বক্ররেখা বলে।
আশা করছি উপরের দেওয়া রেখা সম্পর্কে সমস্ত তথ্য দিতে পেরেছি। যদি কোন প্রশ্ন থাকে অথবা এই আর্টিকেল সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
AnswerChamp সাইটটি প্রতিদিন ফলো করবেন। এই ধরনের সুন্দর সুন্দর তথ্য বাংলায় পাওয়ার জন্য। ধন্যবাদ।।