অনুসারী শিল্প কাকে বলে: বৃহায়তন মূল শিল্পে প্রয়োজনে মূল শিল্পের পাশে যে অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে সেই প্রথমটিকে কেন্দ্রীয় শিল্প ও তার ওপর ভিত্তি করে গড়ে ওঠা অন্যান্য শিল্পগুলোকে অনুসারী শিল্প বলে।
আজকের এই আর্টিকেল এ আমরা জানবো অনুসারী শিল্প কাকে বলে? এবং অনুসারী শিল্পের উদাহরণ দাও। এছাড়াও অনুসারী শিল্প সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করবো।
তাহলে প্রথম জেনে নেওয়া যাক অনুসারী শিল্প কাকে বলে?
সূচীপত্র
অনুসারী শিল্প কাকে বলে?
ভারতের ভৌগোলিক পরিবেশের একটি অন্যতম অংশ হলো ভারতীয় অর্থনৈতিক পরিবেশ। বর্তমানে নগর সভ্যতার বিকাশ ও শিল্পের বৃদ্ধির ফলে গড়ে উঠেছে বড় বড় কলকারখানা। গড়ে উঠেছে বৃহৎ বৃহৎ শিল্পাঞ্চল। ভারত বিভিন্ন দেশের ন্যায় এই শিল্পের দিক থেকে যথেষ্ট এগিয়ে রয়েছে।
ভারতে গড়ে ওঠা বৃহৎ শিল্পগুলির মধ্যে অন্যতম হলো পেট্রোরসায়ন শিল্প, মোটরগাড়ির শিল্প। এই বৃহৎ শিল্প গুলিকে ঘিরে কিছু ছোট ছোট শিল্প গড়ে উঠেছে যেগুলোকে অনুসারী শিল্প বলে।
” অনুসারী শিল্পের অনু কথাটির অর্থ হল ক্ষুদ্র “। একটি বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে তার চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে ওঠে, এই বৃহদায়তন শিল্পকে কেন্দ্রীয় শিল্প এবং এই কেন্দ্রীয় শিল্পকে ঘিরে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলিকে অনুসারী শিল্প বা সহযোগী শিল্প বলা হয়। অনুসারী শিল্প গুলি কেন্দ্রীয় শিল্পের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এই অনুসারী শিল্প বৃহদায়তন শিল্পগুলিকে প্রয়োজনের সামগ্রী সরবরাহ করে থাকে।
অনুসারী শিল্পের উদাহরণ
যে কোন বৃহদাকার শিল্পকে কেন্দ্র করে এই অনুসারী শিল্প গড়ে ওঠে। পেট্রোকেমিক্যাল বা পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু অনুসারী শিল্প। যেমন – পশ্চিমবঙ্গে হলদিয়ায় পেট্রোরসায়ন শিল্পকে নির্ভর করে পেট্রোরসায়ন শিল্পের নিকটবর্তী অঞ্চলে প্লাস্টিক শিল্প, রং শিল্প, রাবার শিল্প, হল একটি অনুসারী শিল্প।
এছাড়াও কোথাও মোটরগাড়ি নির্মান শিল্প গড়ে উঠলে, সেই মোটর গাড়ি নির্মাণ শিল্পকে ঘিরে গড়ে ওঠা কাগজ শিল্প, রাবার শিল্প, টায়ার শিল্প, সিট – নির্মাণ শিল্প, ব্যাটারি নির্মাণ শিল্প, ছোট – বড় যন্ত্রাংশ নির্মাণ শিল্প, ইত্যাদি হলো অনুসারী শিল্পের উদাহরণ।
অনুসারী শিল্পের বৈশিষ্ট্য
(১) অনুসারী শিল্পের অপর নাম সহযোগী শিল্প ডাউন- স্ট্রিম শিল্প; অনুসারী শিল্পগুলি মূলত বৃহদায়তন শিল্প ( পেট্রো- কেমিক্যাল শিল্প, মোটরগাড়ি নির্মাণ শিল্প), গুলির ওপর নির্ভরশীল।
(২) অনুসারী শিল্পগুলি কেন্দ্রীয় শিল্পের চারপাশে গড়ে ওঠা ছোট ছোট শিল্প কারখানা।
(৩) অনুসারী শিল্পগুলি বৃহদায়তন শিল্পগুলিকে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে থাকে।
অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে?
পশ্চিমবঙ্গের হলদিয়ায় অনুসারী শিল্প গড়ে উঠেছে।
আশা করছি উপরের দেওয়া অনুসারী শিল্প সম্পর্কে সমস্ত তথ্য যথাযথভাবে দিতে পেরেছি। যদি কোন প্রশ্ন থাকে অথবা এই আর্টিকেল সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
AnswerChamp সাইটটি প্রতিদিন ফলো করবেন। এই ধরনের সুন্দর সুন্দর তথ্য বাংলায় পাওয়ার জন্য। ধন্যবাদ।।