তুমি রবে নীরবে লিরিক্স:
গানের নাম- তুমি রবে নীরবে
গায়ক/গায়িকা- সানাম পুরি
মিউজিক- সানাম পুরি
লেখক/রচয়িতা- রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি রবে নীরবে লিরিক্স
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে।
মম জীবন যৌবন, মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে।
জাগিবে একাকী, তব করুণ আঁখি
তব অঞ্চল-ছায়া মোরে রহিবে ঢাকি
মম দুঃখ-বেদন মম সফল-স্বপন
মম দুঃখ-বেদন মম সফল-স্বপন
তুমি ভরিবে সৌরভে, নিশীথিনী-সম।
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে,
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে।।
AnswerChamp সাইটটি ফলো করবেন বাংলায় সব গানের লিরিক্স এবং অন্যান্য সব তথ্য বাংলায় পাওয়ার জন্য। ধন্যবাদ।।