পূর্ণ সংখ্যা কাকে বলে: শূন্য (০) সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। আজকের এই আর্টিকেলে আমরা জানব পুর্ণ সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পকে আলোচনা করব।
তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক পূর্নসংখ্যা কাকে বলে?
পূর্ণ সংখ্যা কাকে বলে?
যে সমস্ত সংখ্যার কোন ভগ্নাংশ থাকে না তাদের বলে পুরোনো সংখ্যা। যেমন – ১,-২,০,-৫,১২ ইত্যাদি। পূর্ণ সংখ্যার সংখ্যা অসীম।
সকল পূর্ণ সংখ্যার সেটকে গণিতে Z ( ইউনিকোড U+২১২৪) চিহ্ন দিয়ে নির্দেশ করা হয়। জার্মান ভাষায় জানেন ( de: Zahlen) শব্দের অর্থ, সংখ্যা বা Number, যা থেকে Z চিহ্নটি এসেছে। জর্জ ক্যান্টর ( Georg Cantor) প্রথম তার গবেষণাপত্রে এটি ব্যবহার করেন। সেই থেকে পূর্ণসংখ্যার সেটকে নির্দেশ করতে এই চিহ্নটি ব্যবহার করা হয়।
পূর্ণ সংখ্যা কয়টি ও কি কি?
সংখ্যার উপর ভিত্তি করে পূর্ণসংখ্যাকে ৩ ভাগে ভাগ করা যায় যথা-
(১) ধনাত্মক পূর্ণ সংখ্যা
(২) শূন্য
(৩) ঋণাত্মক পূর্ণ সংখ্যা।
(১) ধনাত্মক পূর্ণসংখ্যা: শূন্য (০) অপেক্ষা বড় সকল স্বাভাবিক সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয় যেমন- ১,২,৩,৪,৫ ইত্যাদি।
(২) শূন্য: (০)
(৩) ঋণাত্মক পূর্ণসংখ্যা: প্রত্যেক ধনাত্মক পূর্ণসংখ্যার জন্য একটি মাত্র বিপরীত ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়। ধনাত্মক পূর্ণসংখ্যার বিপরীত ঋণাত্মক মানগুলোকে ঋণাত্মক পূর্ণসংখ্যা বলে। যেমন- -১, -২, -৩ ইত্যাদি।
আশা করছি উপরের দেওয়া পূর্ণ সংখ্যা সম্পর্কে সমস্ত তথ্য যথাযথভাবে দিতে পেরেছি। যদি কোন প্রশ্ন থাকে অথবা এই আর্টিকেল সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
AnswerChamp সাইটটি প্রতিদিন ফলো করবেন। এই ধরনের সুন্দর সুন্দর তথ্য বাংলায় পাওয়ার জন্য। ধন্যবাদ।।