যৌগিক সংখ্যা কাকে বলে: যৌগিক সংখ্যা কাকে বলে এই প্রশ্নটি প্রায়ই অংকতে আসে। অর্থাৎ বলা যেতে পারে এটি খুবই কমন একটি প্রশ্ন। আজকের এই আর্টিকেলে আমরা এই প্রশ্নটির উত্তর এবং এছাড়াও যৌগিক সংখ্যা সম্পর্কে অন্যান্য কিছু কমন প্রশ্নের উত্তর জেনে নেব।
তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক যৌগিক সংখ্যা কাকে বলে।
সূচীপত্র
যৌগিক সংখ্যা কাকে বলে?
যে সংখ্যার গুননীয়ক ১ও ওই সংখ্যাটি ছাড়াও এক বা একাধিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন – ৪,৬,৮,৯,১০
৪ এর গুণনীয়ক ১,২,৪
৬ এর গুণনীয়ক ১,২,৩,৬
৮ এর গুণনীয়ক ১,২,৪,৮
৯ এর গুণনীয়ক ১,৩,৯
১০ এর গুণনীয়ক ১,২,৫,১০
অর্থাৎ সমস্ত সংখ্যা, সংখ্যাগুলি দুইটির বেশি গুণনীয়ক রয়েছে।
শূন্য (০) মৌলিক বা যৌগিক সংখ্যা হিসেবে বিবেচিত হয় না কারণ এর কোন গুননীয়ক নেই।
১ যৌগিক সংখ্যা নয় কারণ ১ এর একমাত্র ভাজক হল ১। আবার, ১ এর উৎপাদক হলো একটিই অর্থাৎ এই ১মৌলিক নয়।
১ কে নিরপেক্ষ সংখ্যা হিসাবে ধরা হয়।
1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যা কয়টি ও কি কি?
১ থেকে ১০০ পর্যন্ত যৌগিক সংখ্যা ৭৬ টি। যথা – ৪,৬,৮,৯,১০,১২,১৪,১৫,১৬,১৮,২০,২১,২২,২৪,২৫,২৬,২৮,৩০,৩২,৩৩
৩৪,৩৫,৩৬,৩৮,৩৯,৪০,৪২,৪৪,৪৫,৪৬,৪৬,৪৮,৪৯,৫০,৫১,৫২,৫৪,৫৫,৫৬,৫৭,৫৮
৬০,৬২৬৩,৬৪,৬৫,৬৬,৬৮,৬৯,৭০,৭২,৭৪,৭৫,৭৬,৭৭,৭৮,৭৯৮৯,৯০
৯১,৯২,৯৩,৯৪,৯৫,৯৬,৯৭,৯৮,৯৯,১০০।
ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত?
২ ব্যতীত সমস্ত জোড় সংখ্যায় যৌগিক সংখ্যা।
৪ – ১,২,৪ দ্বারা বিভাজিত। অর্থাৎ, ৪×১=৪,২×২=৪,৪×১=৪
ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হল ৪ ।
বৃহত্তম যৌগিক সংখ্যা কত?
৯ হলো যৌগিক সংখ্যা, কারণ – ৯ এর গুণনীয়ক ১,৩,৯ অর্থাৎ, ১×৯=৯,৩×৩=৯,৯×১=৯ তাই, ৯কে ১,৩,৯ দ্বারা বিভাজিত করা যায় বলে ৯ হল যৌগিক সংখ্যা।
বৃহত্তম যৌগিক সংখ্যা হল ৯ ।
দুই অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা কত?
দুই অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা হল ৯৯।
আশা করছি যৌগিক সংখ্যা সম্পর্কিত সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দিতে পেরেছি। নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। অন্যান্য যদি কোন প্রশ্ন থাকে সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন।
AnswerChamp সাইটটি প্রতিদিন ফলো করবেন এই ধরনের সুন্দর সুন্দর তথ্য বাংলায় পাওয়ার জন্য। ধন্যবাদ।।