3D Printer কি: প্রিন্টার এর ব্যাপারে আমরা তো সবাই জানি, কিন্তু 3D Printer কি সেটা কি আপনি জানেন? আসলে 3D প্রিন্টার ও এক ধরনের প্রিন্টার যেটি থেকে সাধারণ প্রিন্টারের মত কালি দিয়ে লেখা বা ছবি প্রিন্ট হয় না। এটি দিয়ে কোন মডেল বা বস্তু বানানো হয়। আজকের এই আর্টিকেলে আমরা 3D Printer এবং 3D Printing সম্পর্কে বিস্তারিত জানবো।
তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক 3D Printer কি।
সূচীপত্র
3D Printer কি?
থ্রিডি প্রিন্টার হল এমন এক ধরনের প্রিন্টার যার সাহায্যে থ্রি ডাইমেনশনাল (Three-Dimensional) বস্তু প্রিন্ট করা হয়। এমনি সাধারণ প্রিন্টার গুলি যেমন কোন কাগজের উপরে কালির সাহায্যে ছবি বা লেখা প্রিন্ট করে, এই 3D Printer কিন্তু এমনটা করে না। 3D Printer এর সাহায্যে একটি মেটেরিয়াল দিয়ে লেয়ারের উপরে লেয়ার দিয়ে একটি অবজেক্ট বা বস্তু তৈরি করে যতক্ষণ না সেটি সঠিক আকারে আসছে।
সাধারণত 3D প্রিন্টারে যে সকল বিভিন্ন ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয় যেমন, প্লাস্টিক, বা কোন ধাতু, এমনকি কোন খাদ্যবস্তু ও। 3D প্রিন্টিং অনেক বেশি কাস্টমাইজড এবং জটিল বস্তু সহজে তৈরি করতে সক্ষম যা সাধারণভাবে তৈরি করতে গেলে অনেক কঠিন বা প্রায় অসম্ভবই বলা যেতে পারে।
কোনো বস্তুর থ্রিডি প্রিন্ট করার জন্য প্রথমে একটি সফটওয়্যার এর দ্বারা বস্তুটির ডিজিটাল মডেল তৈরি করা হয়। এরপর সেটিকে থ্রিডি প্রিন্ট করানোর জন্য প্রিন্টারে পাঠানো হয়। এরপর প্রিন্টার ডিজিটাল ফাইলটিকে সম্পূর্ণ চেকিং করে মেটিরিয়াল এর দ্বারা থ্রিডি মডেলটিকে প্রিন্ট করে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে কয়েক মিনিট বা কয়েক ঘণ্টা আবার একদিন বা তার বেশি ও সময় নিতে পারে। এবং এটি সম্পূর্ণ নির্ভর করে মডেল ডিজাইন এর উপর।
3D প্রিন্টিং কি?
3D Printing হলো এক ধরনের ম্যানুফ্যাকচারিং প্রসেস যার সাহায্যে থ্রি ডাইমেনশনাল বস্তু প্রিন্ট করা হয়।
3D প্রিন্টার কিভাবে কাজ করে?
কোনো বস্তুর 3D Print করার জন্য প্রথমে কম্পিউটার এ বস্তুটির একটি ডিজিটাল মডেল তৈরি করতে হবে। এর জন্য কম্পিউটার এ অবশ্যই প্রয়োজনীয় সফ্টওয়্যার থাকতে হবে।
ডিজিটাল মডেল বা ডিজাইন তৈরি হয়েগেলে সেটিকে প্রিন্ট করার জন্য 3D Printer এ পাঠানো হয়।
এবার প্রিন্টার সম্পূর্ণ ফাইলটি পড়ে তার থেকে প্রয়োজনীয় ডাটা সংগ্রহ করে প্রিন্টিং মেটিরিয়াল এর সাহায্যে বস্তুটি প্রিন্ট করতে শুরু করে।
প্রিন্টিং মেটিরিয়াল হিসেবে এখানে প্লাস্টিক, কোনো ধাতু এর মতো বস্তু ব্যবহার হয়। একটি 3D মডেল প্রিন্ট হওয়ার জন্য কিছু সময় এর প্রয়োজন হয়। এটি সম্পূর্ণ ভাবে মডেল এর আকার এবং ডিজাইন এর উপর নির্ভর করে, কত সময় লাগতে পারে।
3D Printing এর গুরুত্ব
3D Printing এর মূল গুরুত্ব হল অনেক তাড়াতাড়ি এবং সম্পূর্ণ নির্ভুলভাবে ডিজিটাল বস্তুকে ফিজিক্যাল বা ভৌত বস্তুতে রূপান্তরিত করা। সাধারণভাবে একটি থ্রি ডাইমেনশনাল মডেল তৈরি করতে যতটা সময় লাগে তার তুলনায় থ্রিডি প্রিন্টিং এ অনেক কম সময়ে এবং সেটিকে নির্ভুলভাবে তৈরি করা সম্ভব হয়েছে। এবং প্রতিটি মডেল পছন্দমত কাস্টমাইজড ও যথাযথভাবে করা সম্ভব এই থ্রিডি প্রিন্টিং এর সাহায্যে।
3D প্রিন্টিং কাস্টম প্রস্থেটিক্স এবং ইমপ্লান্ট তৈরি করতেও সক্ষম যা স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে এবং প্রতিটি রোগীর জন্য একদম ফিট।
ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, 3D প্রিন্টিং জটিল ডিজাইন এবং প্রোটোটাইপ তৈরি করতে ব্যবহার করা হয় যা পুরনো 3D মডেল তৈরীর পদ্ধতিতে করা অনেকটাই কঠিন। এটি মহাকাশ এবং অটোমোটিভ শিল্পের জন্য হালকা এবং শক্তিশালী অংশ তৈরির জন্য ও ব্যবহার হয়।
এছাড়াও 3D Printing এর আরো অনেক গুরুত্ব রয়েছে মূলত যে সকল প্রধান গুরুত্ব রয়েছে সেগুলিকে উপরে আলোচনা করা হলো।
3D Print সম্পর্কে ইন্টারনেটে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন কিন্তু নিজের ভাষা বাংলা ভাষায় খুবই কম তথ্য আপনি পাবেন। তাই এখানে যতটা সম্ভব তথ্য প্রদান করার চেষ্টা করা হলো। আশা করছি উপরে দেওয়া তথ্য থেকে 3D Printer এবং Printing সম্পর্কে সমস্ত তথ্য যথাযথভাবে পেয়েছেন। নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন।
AnswerChamp সাইটটি প্রতিদিন ফলো করবেন এই ধরনের সুন্দর সুন্দর তথ্য বাংলায় পাওয়ার জন্য।