About Us

Hi! আমি সায়ন ঘোষাল (Sayan Ghosal) AnswerChamp.Com সাইটে আপনাদের স্বাগতম।

আজকাল ইন্টারনেট খুবই কমন হয়েগেছে। সবাই কমবেশি ইন্টারনেট এর সাথে যুক্ত। আর এখন তো ইন্টারনেট ছাড়া কোনো কাজই সম্পূর্ণ করা সম্ভব নয়। তা সে কোনো ফর্ম পূরণ হোক বা কোনো তথ্য জানার জন্য হোক ইন্টারনেট এর অবদান অনস্বীকার্য।

এখন কারো কোনো কিছু জানার থাকলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটিকে গুগল এ সার্চ করে থাকি অথবা ইউটিউবে ভিডিও সার্চ করে থাকি। আর এখন গুগল বা ইউটিউবে পাবেননা এমন কোনো জিনিসই নেই। তবে সমস্যা হয় ভাষা নিয়ে। নিজের ভাষায় তথ্য পাওয়া একটু মুশকিল ব্যাপার।

এই সমস্যার কথা মাথায় রেখে AnswerChamp.Com ওয়েবসাইটটি বানানো। AnswerChamp সাইটের মাধ্যমে আমি চেষ্টা করবো টেকনোলজির ব্যাপারে আমার যা কিছু জানা আছে তা দিয়ে আপনাদেরকে সাহায্য করতে। আপনি যদি ঘরে বসে আপনার ফোনের মাধ্যমে কিছু ইনকাম করতে চান তো এই সাইটটি ফলো করতে পারেন। বিভিন্ন ধরনের অনলাইন টাকা কমানোর পদ্ধতি আমি AnswerChamp সাইটে আপনাদের সাথে শেয়ার করবো।

এছাড়াও অ্যান্ড্রয়েড এর সমস্ত রকমের সমস্যার সমাধান, কিছু দরকারী অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এর ব্যাপারে তথ্য আপনি পাবেন। কম্পিউটার এর কিছু টিপস্ এন্ড ট্রিকস এবং আরো অনেক তথ্য আপনি এই সাইট থেকে পাবেন। আশা করছি আমার যা কিছু জানা আছে তা আমি আপনাদের সাহায্যের জন্য প্রদান করতে পারবো।

আপনি অবশ্যই আমাদের প্রাইভেসি পলিসি (Privacy Policy), টার্মস অ্যান্ড কন্ডিশন (Terms and Conditions), ডিসক্লেইমার (Disclaimer) পেজ একবার চেক করে নেবেন। যদি সাইট সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকে বা কোনরকম প্রশ্ন থাকে বা সাইট কে সহযোগিতা করতে চান তো কন্টাক্ট (Contact) পেজে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন।

AnswerChamp সাইটে শেয়ার করা সমস্ত তথ্য, ফটো কেবলমাত্র শিক্ষার জন্য। AnswerChamp সাইটের মূল উদ্দেশ্য হলো নতুন এবং সেরা কিছু শেখানো। কারো যদি সাইটের তথ্যের উপর নিজস্ব কপিরাইট থাকে তো অবশ্যই কন্টাক্ট পেজ এ গিয়ে সরাসরি যোগাযোগ করুন ২৪ ঘণ্টার মধ্যেই সেই তথ্য সরিয়ে দেওয়া হবে।

প্রতিষ্ঠাতা সম্পর্কে

Founder of AnswerChamp

আমার নাম সায়ন ঘোষাল, একজন পার্ট টাইম ব্লগার। প্রযুক্তির বিষয়ে আগ্রহী তাই প্রযুক্তির ব্যাপারে তথ্য জানতে এবং অপরকে জানতে ভালো লাগে। Bachalor Digree Program এ গ্র্যাজুয়েশন রয়েছে।

আমি থাকি পশ্চিমবঙ্গে (ভারত)। ব্লগিং সখের পেশা এবং নেশা এখনও শেখা চলছে।

ধন্যবাদ।।

অ্যাডমিন- সায়ন ঘোষাল (Sayan Ghosal)
ঠিকানা- পশ্চিমবঙ্গ, ভারত
শখের পেশা- ব্লগিং
ওয়েবসাইট- AnswerChamp.Com
যোগাযোগ- Contact Us

Balancing Financial Goals with Personal Happiness and Well-Being The Importance of Emergency Funds and How to Build One on a Budget 10 Tips on How to Plan and Enjoy Affordable Vacations and Travel Experiences 10 Thrifty Shopping Tips for Clothing, Furniture, and other Essentials 10 Strategies for Reducing Debt and Improving Credit Scores 10 Benefits of Living a Frugal Lifestyle 10 Creative Ideas for Budget-Friendly Meals and Recipes 10 Ways to cut Costs on Utilities and other Household Bills 10 Tips for Saving Money on Groceries and Household Expenses 10 Tips on How to Create a Budget Plan That Works for You