Amar Sonar Bangla Lyrics:
গানের নাম- আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি (Amar Sonar Bangla)
রচয়িতা- রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিরিক্স (Amar Sonar Bangla Lyrics)
আমার সোনার বাংলা
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।।
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।।
ও মা,
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে–
মরি হায়, হায় রে
ও মা,
অঘ্রানে তোর ভরা খেতে,
আমি কী দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো,–
কী আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে।।
মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো-
মা তোর বদন খানি মলিন হলে
আমি নয়ন
ও মায় আমি নয়ন জলে ভাসি
সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।।
AnswerChamp সাইটটি ফলো করবেন বাংলায় সব গানের লিরিক্স এবং অন্যান্য সব তথ্য বাংলায় পাওয়ার জন্য। ধন্যবাদ।।