IPS Full Form- IPS কথাটির সাথে কম বেশি আমরা অনেকেই পরিচিত। সাধারণত পুলিশ বিভাগের একটি ডিপার্টমেন্ট হলো এই আইপিএস। আমরা অনেকেই এই IPS এর Full Form বা পূর্নরূপ জানিনা। আজকের এই আর্টিকেল এ আমরা এই আইপিএস কথাটির পূর্ণরূপ বা ফুল ফর্ম সম্পর্কে জানবো।
IPS Full Form- আইপিএস (IPS) এর পূর্ণরূপ বা ফুল ফর্ম
IPS Full Form বা পূর্ণরূপ হলো,
I (আই)- Indian (ইন্ডিয়ান)
P (পি)- Police (পুলিশ)
S (এস)- Service (সার্ভিস)
তাহলে আইপিএস (IPS) এর ফুল ফর্ম বা পূর্ণরূপ হলো ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (Indian Police Service)।
ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (IPS) হল ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS) এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFoS) সহ ভারত সরকারের তিনটি সর্বভারতীয় পরিষেবাগুলির মধ্যে একটি। এটি ভারতের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) অধীনে একটি সিভিল সার্ভিস।
ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির এখতিয়ারের মধ্যে আইন ও শৃঙ্খলা বজায় রাখা, জীবন ও সম্পত্তির সুরক্ষা এবং আইন ও প্রবিধান প্রয়োগ হলো আইপিএস এর কাজ। আইপিএস হলো খুবই প্রতিযোগিতামূলক পরিষেবা, এবং এখানে যোগদান করার জন্য ক্যান্ডিডেট কে খুবই কঠিন ইন্টারভিউ এর সম্মুখীন হতে হয়।
আশা করছি উপরের দেওয়া বৃদ্ধি সম্পর্কে সমস্ত তথ্য যথাযথভাবে দিতে পেরেছি, যদি কোন প্রশ্ন থাকে অথবা এই আর্টিকেল সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
AnswerChamp সাইটটি প্রতিদিন ফলো করবেন এই ধরনের সুন্দর সুন্দর তথ্য বাংলায় পাওয়ার জন্য। ধন্যবাদ।।