Bondhu Aiba Ekdin Aiba Re Lyrics:
গানের নাম- বন্ধু আইবা তুমি আইবা রে (Bondhu Aiba Ekdin Aiba Re)
রচয়িতা- *****
গায়ক / গায়িকা- ভিন্ন
বন্ধু আইবা তুমি আইবা রে লিরিক্স- Bondhu Aiba Ekdin Aiba Re Lyrics
একদিন দেখা দিবা রে বেঈমান,
সেই দিন এসে আমার পাইবা না।
বন্ধু, আমি তোমায় ভালোবাসি
এই জীবনের চেয়ে বেশি।।
জীবন গেলেও ভুলতে পারব।
আমার বুক ফাটে তো মুখ ফাটেনা,
মনে রাখি মনের ব্যথা,
মুখ দেইখা কেউ দু:খ বোঝে না।।
যদি তোমার মনে ধরে,
আরো ব্যাথা দিয়ো মনে,
দোয়াই লাগে আর জ্বালাইও না।।
আগে যদি জানতাম আমি,
আমায় ছাইড়া যায়বা তুমি,
তবে তোরে মন সপিতাম না।
বন্ধু রে ডাকি রে এসো মোর বাসনে..
এই পাগল দুলাল বিনয় করে,
পাগল মনির পাইলে তোরে।।
এই জীবনে দু:খ থাকবে না।
AnswerChamp সাইটটি প্রতিদিন ফলো করবেন এই ধরনের সুন্দর সুন্দর তথ্য বাংলায় পাওয়ার জন্য। ধন্যবাদ।।
সুন্দর গান