StudyPool এ অনলাইন টাকা আয়: অনেক ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনার পাশাপাশি হাতখরচের জন্য কিছু পার্টটাইম কাজ করে টাকা ইনকাম করতে চায়। এই আর্টিকেল এ আমি আপনাদেরকে বলবো কিভাবে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা কিছু সহজ কাজের মাধ্যমে বাড়িতে বসে অনলাইন টাকা ইনকাম করতে পড়বেন।
আর্টিকেলটি শুরু করার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি এটি সম্পূর্ণ একটি কপি পেস্ট করার কাজ। আপনাকে বেশি কিছু পরিশ্রম করতে হবে না। আপনি দিনের মধ্যে যেকোনো সময় এই কাজটিকে কোন বাধা ছাড়াই সম্পন্ন করতে পারেন। এবং সম্পন্ন করার পরে ভালো পরিমাণ টাকাও আয় করতে পারবেন।
এখানে আমি টাকার পরিমান কিছু বলবো না কেননা আপনি যত বেশি সময় দেবেন তত বেশি টাকা আয় করতে পারবেন। যদি আপনি একজন শিক্ষার্থী হন তাহলে অবশ্যই আর্টিকেলটা পুরোটা মনোযোগ সহকারে পড়বেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক StudyPool এ অনলাইন টাকা আয় কিভাবে করবেন।
সূচীপত্র
StudyPool কি?
StudyPool হলো আমেরিকার একটি জনপ্রিয় আন্ডার রেটেড ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি একটি পড়াশোনার জন্য দারুন ওয়েবসাইট। এখানে শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থী উভয়েই পড়াশোনার যাবতীয় উপাদান বা নোটস কেনাবেচা করতে পারে। আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটু ডিটেইলসে বলে দিচ্ছি।
এখন যারা ইলেভেন টুয়েলভ এর পড়ছে অথবা গ্রাজুয়েশন করছেন তাদের পড়াশোনার জন্য নোটস বা সাজেশন এর প্রয়োজন হয়। অপরদিকে শিক্ষক-শিক্ষিকারা বা অন্য কোন স্টুডেন্ট এই সাজেশন বা নোটস গুলি এই StudyPool ওয়েবসাইটে পিডিএফ আকারে দিয়ে রাখেন কেনার জন্য। তাই যে সকল ছাত্র-ছাত্রীদের নোটস বা সাজেশন প্রয়োজন হয় তারা সেখান থেকে তাদের প্রয়োজনীয় নোটস কিনে নিতে পারেন।
অর্থাৎ কোন শিক্ষার্থী যদি কোন নোটস বা সাজেশন এই StudyPool ওয়েবসাইট থেকে কিনেন তাহলে যিনি এই সাজেশনটি আপলোড করেছেন তিনি টাকা উপার্জন করবেন। এটিই হল StudyPool ওয়েবসাইট, আশা করছি ওয়েবসাইটটি সম্পর্কে আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে চলুন এবারে জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই ওয়েবসাইট থেকে অনলাইন টাকা আয় করবেন।
কিভাবে StudyPool এ স্টাডি ডকুমেন্ট বিক্রি করে অনলাইন টাকা আয় করবেন?
এই StudyPool ওয়েবসাইটটি থেকে টাকা আয় করার পূর্বে দেখতে হবে যে আপনার কোন একটি বিষয়ে যথেষ্ট দক্ষতা আছে কিনা। যেমন বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল ইত্যাদি বিষয়ের যেকোনো একটিতে আপনার দক্ষতা থাকা একান্ত প্রয়োজনীয়।
যদি আপনার যে কোন একটি বিষয় দক্ষতা থাকে এবং আপনি প্রশ্ন উত্তর দিতে সক্ষম হন তাহলে আপনার প্রশ্ন উত্তরের একটি নোটস বা সাজেশন কাগজে লিখে ফেলুন। এরপর সেটিকে ফোনের মাধ্যমে ফটো তুলে অথবা স্ক্যান করে এই StudyPool ওয়েবসাইটে আপলোড করে দিন। তবে অবশ্যই আপলোড করার পূর্বে ডকুমেন্টস টিকে পিডিএফ ফাইলে কনভার্ট করে নেবেন।
এবারে ওই নোটস বা সাজেশন গুলি যখনই কেউ কিনবে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি একটা ভালো পরিমাণ টাকা পাবেন। এভাবেই আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে টাকা আয় করতে হবে।
তবে আপনাকে একটি সহজ পদ্ধতি বলে রাখি, যদি আপনার কোন পার্টিকুলার একটি বিষয়ে দক্ষতা না থাকে তাহলেও আপনি এই ওয়েবসাইটটি থেকে আয় করতে পারবেন। কোন সাবজেক্টের সাজেশন আপনি যদি চান গুগল থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে সেটিকে ছোটখাটো কিছু চেঞ্জ করে StudyPool ওয়েবসাইটে আপলোড করে অনলাইন টাকা ইনকাম করতে পারেন।
তবে একটা কথা মনে রাখবেন অবশ্যই পিডিএফ ফাইলটি ডাউনলোড করার পরে সেটিকে ওয়ার্ড ফাইল বা অন্য কোন ফরম্যাটে ট্রান্সফার করে অবশ্যই ছোটখাটো কিছু চেঞ্জ করে নেবেন।
নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন স্টুডেন্টদের জন্য ঘরে বসে মোবাইল থেকে অনলাইন টাকা আয় করার এই পদ্ধতিটি কেমন লাগলো।
AnswerChamp সাইটটি প্রতিদিন ফলো করবেন এই ধরনের সুন্দর সুন্দর তথ্য বাংলায় পাওয়ার জন্য। ধন্যবাদ।।