Tomar Ghore Boshot Kore Koy Jona Lyrics:
গানের নাম- তোমার ঘরে বসত করে লিরিক্স (Tomar Ghore Boshot Kore Koy Jona Lyrics)
রচয়িতা- *****
গায়ক / গায়িকা- *****
তোমার ঘরে বসত করে লিরিক্স- Tomar Ghore Boshot Kore Koy Jona Lyrics
তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।
এক জনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেক জনে বসে বসে রঙ মাখে, ও মন (x2)
ও আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা,
সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা,
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।
এক জনে সুর তোলে এক তারে, ও মন
আরেক জনে মন্দিরাতে তাল তোলে, ও মন (x2)
ও আবার বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা,
বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা,
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।
রস খাইয়া হইয়া মাতাল,
ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম (x2)
সেই লাগামখানা ধরে দেখো কোন জনা কোন জনা
তোমার ঘরে বসত করে কজনা মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা কজনা।
AnswerChamp সাইটটি প্রতিদিন ফলো করবেন এই ধরনের সুন্দর সুন্দর তথ্য বাংলায় পাওয়ার জন্য। ধন্যবাদ।।
Good song